হিন্দু-মুসলিম জৌন খ্রিস্টান
ঐক্যবদ্ধ হয়ে গাই দেশের গান।
বন্দে মাতারাম ,বন্দে মাতারাম
আজ নতুন দিনের আলোর বুক চিরে
উড়ছে পতাকা মাথা তুলে থরে থরে।
আকাশে বাতাসে খুশির কলতান
আমরা গাই ভারত মায়ের গান।
ওই বীর শহীদের রক্ত লেখা কথা
রোদন ভরে ফুটে ওঠে বুকের মাঝে ব্যথা
মুছবে নাকো তাদের অবদান
তারা ভারত মায়ের বীর সন্তান।
কথা-সুর:পার্থ বাগ্দী ।
Tags:
বাংলা গান
